শনিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৩


     লেওরা যখন উত্তেজিত হয় তখন তার মধ্যে জেগে উঠে কামনার বিষ। স্বর্পরাজের মাথায়ও থাকে বিষের রাজত্ব। অন্যদিকে মাং যখন লেওরার গুঁতো খাবার ইচ্ছায় যন্ত্রনায় ছটফট করে তখন তার মধ্যেও জাগে কামনার বুনো বিষের তোলপাড়।
স্বর্পরাজ তখন বিষপদ্মের ভেতর ক্রমাগত ছোবল মারতে মারতে বিষপদ্মের বিষগুলোকে গিলে খেতে থাকে আর নিজে আরো বেশি বিষাক্ত হয়ে উঠতে থাকে। স্বর্পরাজ যতো বিষাক্ত হয় বিষপদ্মের বিষ ততো কমতে থাকে। বিষপদ্ম থেকে খাওয়া বিষগুলো স্বর্পরাজ নিজের বিষের সাথে মিশাতে থাকে। বিপরীতধর্মী দুই রকম বিষ একসাথে মিশে, ফলে স্বর্পরাজের বিষগুলোও ধীরে ধীরে মায়াবী রসে পরিণত হতে থাকে।
এভাবে একসময় বিষপদ্মের সব বিষের যখন ক্ষয় ঘটে যায়, তখন বিষপদ্ম ভীষণ খুশি হয়ে স্বর্পরাজকে কিছু সুগন্ধী হরলিকস উপহার দেয়। আর স্বর্পরাজও তখন ছোবলে ছোবলে নিজের সুমিষ্ট রসগুলো দিয়ে বিষপদ্মকে ভিজিয়ে দেয়।


0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন